সাতক্ষীরা–২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির একাংশের দুই ঘণ্টা সড়ক অবরোধ

সাতক্ষীরা–২ আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির একাংশের নেতা–কর্মীরা সাতক্ষীরা–খুলনা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে মিলবাজার ও আমতলা মোড় এলাকায় ‘সাতক্ষীরা–২ আসনের সর্বস্তরের সাধারণ জনগণ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল ১০টার দিকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল এসে মিলবাজার এলাকায় জড়ো হয়। কয়েক হাজার নেতা–কর্মীর সমাবেশে সভাপতিত্ব করেন ঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান। বক্তব্য দেন সাতক্ষীরা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক, লাবসা ইউপি বিএনপির সভাপতি সফিকুল ইসলাম, জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতারা।

বিক্ষোভকারীরা লাবসা ইউনিয়নের টানা সাতবারের চেয়ারম্যান আবদুল আলিমকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান। তাঁদের অভিযোগ, আলিপুর ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রতিদ্বন্দ্বিতা করায় বহিষ্কৃত আব্দুর রউফকে কোনো বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা ছাড়াই মনোনয়ন দেওয়া হয়েছে, যা ত্যাগী নেতা–কর্মীদের প্রতি অবমূল্যায়ন।

বক্তারা বলেন, ১৯৮৮ সাল থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী আবদুল আলিম দলের দুঃসময়ে আন্দোলন–সংগ্রামে সামনে ছিলেন। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সদস্যসচিবসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় আব্দুর রউফকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারাদেশ প্রত্যাহারের কোনো চিঠি জেলা দপ্তরে পৌঁছেনি।

গত ৩ নভেম্বর গুলশানে সংবাদ সম্মেলনে ঘোষণা করা প্রার্থীতালিকায় সাতক্ষীরা–২ আসনে মনোনয়ন পেয়েছেন আলিপুর ইউপির চেয়ারম্যান ও জেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ।

Check Also

নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।