দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় নতুন একটি লঘুচাপ তৈরি হয়েছে। পাশাপাশি দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে আরও একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুটিই আরও ঘনীভূত হতে পারে।
মঙ্গলবার জারিকৃত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশেই আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার ও বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার আবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার থেকে তাপমাত্রা আরও কমার ইঙ্গিত দিয়েছে অধিদপ্তর।
আগামী পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে