সরাসরি ২০২৭ বিশ্বকাপ খেলার সমীকরণে বাংলাদেশের সামনে যত ওয়ানডে সিরিজ

📍 খেলা ডেস্ক | ১৩ অক্টোবর ২০২৫

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে কঠিন পথ পাড়ি দিতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। ওয়ানডে র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকায়, আগামী দেড় বছরে একাধিক সিরিজে ভালো করতে না পারলে বাছাইপর্বে খেলতে হতে পারে টাইগারদের।

আসন্ন বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা সরাসরি খেলবে। বাকি শীর্ষ ৭ দল (মোট ৮ দল) ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি জায়গা করে নেবে বিশ্বকাপে। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে, যা টাইগারদের জন্য বড় হুমকি।

✅ সামনে যেসব সিরিজ

বাংলাদেশের সামনে এখন আটটি ওয়ানডে সিরিজ রয়েছে, যেখানে অন্তত ২৪টি ম্যাচ খেলার সুযোগ থাকছে। এই সিরিজগুলোর ফলাফলের ওপরই নির্ভর করবে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা।

📅 বাংলাদেশের পরবর্তী ওয়ানডে সিরিজ সূচি:

বাংলাদেশ – ওয়েস্ট ইন্ডিজ (অক্টোবর ২০২৫, হোম সিরিজ)

বাংলাদেশ – পাকিস্তান (মার্চ-এপ্রিল ২০২৬)

বাংলাদেশ – নিউজিল্যান্ড (এপ্রিল ২০২৬)

বাংলাদেশ – অস্ট্রেলিয়া (জুন ২০২৬)

জিম্বাবুয়ে – বাংলাদেশ (জুলাই ২০২৬, অ্যাওয়ে)

আয়ারল্যান্ড – বাংলাদেশ (আগস্ট ২০২৬, অ্যাওয়ে)

বাংলাদেশ – ভারত (সেপ্টেম্বর ২০২৬)

দক্ষিণ আফ্রিকা – বাংলাদেশ (নভেম্বর ২০২৬, অ্যাওয়ে)

📉 অবস্থান উন্নয়নে সুযোগ

সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের ধাক্কা সামলে উঠতে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। যদি ৩-০ ব্যবধানে ক্যারিবীয়দের হারাতে পারে, তবে র‌্যাংকিংয়ে আবারও ৯ নম্বরে উঠে আসবে বাংলাদেশ। তবে তা ধরে রাখার জন্য পরবর্তী সিরিজগুলোতেও ধারাবাহিক পারফরম্যান্স প্রয়োজন।

বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ করে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া গেলে র‌্যাংকিং পয়েন্ট বাড়বে এবং কঠিন প্রতিপক্ষের বিপক্ষে জয় পেলে নিশ্চিত হওয়া যাবে সরাসরি বিশ্বকাপ খেলা।

⚠️ যদি ব্যর্থ হয়?

৩১ মার্চ ২০২৭-এর মধ্যে যদি বাংলাদেশ র‌্যাংকিংয়ের সেরা আটে জায়গা করে নিতে না পারে, তাহলে তাদের খেলতে হবে বাছাইপর্ব, যা হবে ২০২৬ সালের শেষ দিকে।


র‌্যাংকিংয়ের বর্তমান চিত্র এবং সামনে থাকা শক্তিশালী প্রতিপক্ষগুলোর বিপক্ষে সিরিজের গুরুত্ব সামনে রেখে, বাংলাদেশ দলের প্রতিটি ওয়ানডে ম্যাচ এখন বিশ্বকাপে যাওয়ার টিকিটের সমান। সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক পারফরম্যান্সই পারে টাইগারদের ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা করে দিতে।

Check Also

শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমেই বিপাকে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। ইনিংসের মাত্র …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।