ডাকসু ভিপি সাদিক কায়েম দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে দেশের ক্যাম্পাসগুলোতে একটি সুষ্ঠু ও বৈষম্যহীন পরিবেশ বিরাজ করছে—এ সময়ে দ্রুত নির্বাচন জরুরি।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী কলেজ মাঠে ‘ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার্স ২০২৪–২৫ শিক্ষাবর্ষ ও এইচএসসির নবীন শিক্ষার্থীরা।
সাদিক কায়েম বলেন,
“রাজশাহী কলেজসহ সারা দেশের ক্যাম্পাসে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ছাত্র সংসদই ক্যাম্পাসের সমস্যা সমাধানের মূল চাবিকাঠি। নির্বাচিত প্রতিনিধিরা নেতৃত্ব দিলে আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান সম্ভব।”
তিনি আরও বলেন,
“জুলাই বিপ্লবে তরুণদের ভূমিকা প্রমাণ করেছে—তারা দেশকে ফ্যাসিবাদমুক্ত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। বৈষম্য দূর না হওয়া এবং নতুন বাংলাদেশ গড়ে না ওঠা পর্যন্ত তরুণদের আন্দোলন চলবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম (প্রধান অতিথি)
- কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুঁইয়া
- রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ
- চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি
- রাজশাহী মহানগর সভাপতি মোহা. শামীম উদ্দীন
- কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক ও সাবেক মহানগর সভাপতি মো. সিফাত উল আলম
সভাপতিত্ব করেন ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মাসুম।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে