“সপ্তমীতে সৃজিত-সুস্মিতার ঘোরাঘুরি”

শারদীয় দুর্গোৎসবের রঙিন আমেজের মধ্যেই নেটিজেনদের কৌতূহল চরমে পৌঁছেছে। আলোচনার কেন্দ্রবিন্দু ওপার বাংলার নামী পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সম্ভাব্য প্রেমের সম্পর্ক। আর এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন সৃজিত নিজেই, সপ্তমীর দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্মিতার সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি শেয়ার করে। এখন ভক্তদের মনে প্রশ্ন একটাই—এ কি শুধুই পুজোর আনন্দ, নাকি সম্পর্কের নতুন ঘোষণা?

শেয়ারকৃত সেই ছবিতে দেখা যায়, পূজামণ্ডপে বেশ মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন এ জুটি। ম্যাচিং করা পাঞ্জাবি আর শাড়িতে বেশ মানিয়েছে তাদের।

একে অপরের দিকে তাকিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। আবার সুস্মিতাকে ছবিও তুলে দিচ্ছেন সৃজিত। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে এ পরিচালক লিখেছেন, ‘শুভ সপ্তমী’।

এসব ছবি নিয়েও নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। তাদের ধারণা, সৃজিত মুখার্জি আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তবে ধোঁয়াশা কাটিয়ে প্রেমের সম্পর্কের বিষয়ে খোলামেলা কেউ কোনো কথা বলেননি।

Check Also

মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভে উত্তপ্ত সাতক্ষীরা, মহাসড়ক অবরোধে যানজট

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।