শেরপুর সীমান্তে ২১ হাজার টাকার জালনোটসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আমবাগান সীমান্ত এলাকা থেকে ২১ হাজার টাকার জালনোটসহ মেহেদী হাসান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মেহেদী হাসান উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, সীমান্ত এলাকায় জালনোট পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় মেহেদীকে আটক করা গেলেও তার দুই সহযোগী পালিয়ে যায়। পরে তল্লাশিতে তার শরীর থেকে এক হাজার টাকার ২১টি জালনোট উদ্ধার করা হয়।

ওসি মাসুদ রানা আরও বলেন, “উদ্ধার করা নোটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। সাধারণভাবে দেখে আসল-নকল বোঝা কঠিন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো সীমান্ত পার থেকে পাচার করা হচ্ছিল।”

তিনি জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং রবিবার (৯ নভেম্বর) মেহেদী হাসানকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, এর আগে শেরপুরে শাহিনা বেগম নামে এক নারী পোস্ট অফিসের মাধ্যমে জাল টাকা পাওয়ার ঘটনায় গণমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে বাংলাদেশ ব্যাংকের।

Check Also

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তাদের সহায়তার অভিযোগে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।