নিজস্ব প্রতিবেদক
তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ পাঁচদিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দাবি জানান রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বিচারকদের উদ্দেশে বলেন,
“একজন মানুষ হত্যার জন্য যদি একবার মৃত্যুদণ্ড হয়, তাহলে ১ হাজার ৪০০ জন হত্যার দায়ে শেখ হাসিনাকে ১ হাজার ৪০০ বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তবে আইন অনুযায়ী আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাইছি।”
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
প্রসিকিউটর আরও জানান, এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে সিদ্ধান্ত আদালতের বিবেচনায় ছেড়ে দেওয়া হয়েছে।
মামলায় ১ হাজার ৪০০ জন নিহত এবং বহু আহত হওয়ার অভিযোগ রয়েছে। প্রসিকিউশন দাবি করেছে, “সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি” এবং “জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ” এর আওতায় হত্যাকাণ্ডে উসকানি, নির্দেশ ও পরিকল্পনার মাধ্যমে আসামিরা দায়ী।
আগামী সোমবার আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এরপর মামলাটি রায়ের পর্যায়ে যাবে।
উল্লেখ্য, ১০ জুলাই এই মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু করে ট্রাইব্যুনাল।