ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমেই বিপাকে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। ইনিংসের মাত্র ৮ রানের মাথায় দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার ফিরে গেলে চাপ বাড়ে দলের ওপর।
দ্বিতীয় ওভারে রোমারিও শেফার্ডের বলে মাত্র ৩ রানে আউট হন সাইফ হাসান। এরপরই তৃতীয় ওভারের প্রথম বলেই জাইডেন সিলসের ডেলিভারিতে কভার পয়েন্টে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন ৪ রান করা সৌম্য সরকার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৬ রান। উইকেটে রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, “আমরাও আগে ব্যাটিংই করতে চেয়েছিলাম। উইকেট ভালো, নিজেদের মাঠে আমরা আত্মবিশ্বাসী। এটা নতুন ম্যাচ, সবাইকে নিজের ভূমিকা পালন করতে হবে।”
প্রথম একাদশে দেখা গেছে কিছু পরিবর্তন। তামিমকে বিশ্রামে রেখে দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের।
📋 বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।
প্রসঙ্গত, ২০২৭ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।