শিক্ষার কোনও বয়স নেই: একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-মেয়ে

নাটোরের লালপুরে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন বাবা-মেয়ে—আব্দুল হান্নান ও হালিমা খাতুন। একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিয়ে দুজনেই পাস করেছেন তাঁরা। এর আগেও একই সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন এই বাবা-মেয়ে জুটি।

আব্দুল হান্নান লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। ১৯৯৮ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে পড়াশোনা থামিয়ে দিতে বাধ্য হন তিনি। এরপর সংসার আর জীবিকার চাপে পড়ালেখা আর এগোয়নি। দীর্ঘ ২৫ বছর পর, মেয়ের সঙ্গে একসঙ্গে আবার শুরু করেন শিক্ষাজীবন। ২০২৩ সালে রুইগাড়ি হাইস্কুল থেকে এসএসসি পাস করেন, আর ২০২৫ সালে বাঘা কাকড়ামারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন এবং সফল হন।

তার মেয়ে হালিমা খাতুন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে একই বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন এবং পাস করেন। হালিমা জানায়, পরিবারের অভাব থাকলেও বাবার অদম্য ইচ্ছাশক্তি তাঁকে অনুপ্রাণিত করেছে। তারা দুজনেই এখন আরও পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে চান, লক্ষ্য মাস্টার্স পর্যন্ত।

এই খবর ছড়িয়ে পড়ায় এলাকা জুড়ে ব্যাপক প্রশংসা ও উৎসাহ তৈরি হয়েছে। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “শিক্ষার কোনো বয়স নেই—আব্দুল হান্নান তা প্রমাণ করেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই।”

Check Also

স্মরণকালের সর্বনিম্ন ফলাফল যশোরে

যশোর, ১৬ অক্টোবর ২০২৫:এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডে এবার বড় ধাক্কা লাগলো। পাসের হার …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।