“শিক্ষার্থীরা নতুন বই কবে পাবে, জানালেন অর্থ উপদেষ্টা”

আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসেই শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (২১ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই পাবে। চলতি মাসেই সিদ্ধান্ত হবে যে, নতুন বই ছাপানোর দায়িত্ব কারা পাবেন।

এ সময় তিনি বলেন, গত বছর বই ছাপানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছিল। চলতি বছর সেসব অভিযুক্তকে বই ছাপার কাজ দেওয়া হবে না।

Check Also

প্রশাসনের আশ্বাসে হেফাজতের অবরোধ প্রত্যাহার

৮ অক্টোবর ২০২৫ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চলমান অবরোধ কর্মসূচি প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম। …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।