শিক্ষকদের চলমান আন্দোলনের প্রতি নীতিগত সমর্থন জানিয়েছে বিএনপি। শনিবার এক বিবৃতিতে দলটি জানায়, শিক্ষকদের চাকরি নিরাপত্তা ও মর্যাদার দাবিকে তারা যুক্তিসংগত মনে করে।
বিএনপি বলেছে, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, চাকরি স্থায়ীকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
তবে তারা সতর্ক করে দিয়ে বলেছে, মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ স্বৈরাচারী ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চাইলে, বিএনপি তা প্রতিহত করবে।