ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকার একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর এই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, আগুন মূলত কার্গো ভিলেজের পাশের একটি এলাকায় লাগে। তবে ফায়ার সার্ভিস, বিমানবাহিনী এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা সমন্বিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের মূল ফ্লাইট চলাচলে কোনো প্রভাব পড়েনি—সব ফ্লাইট নির্ধারিত সময়েই চলাচল করছে।
অগ্নিকাণ্ড নিয়ে বিস্তারিত তথ্য প্রাপ্তির চেষ্টা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে বিস্তারিত জানানো হলে তা হালনাগাদ করে জানানো হবে।