শাকসু নির্বাচন: শুধু গঠনতন্ত্র, নেই দৃশ্যমান অগ্রগতি—শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা

প্রতিনিধি | শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ শাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যেমন আগ্রহ, তেমনি দেখা দিয়েছে হতাশা ও শঙ্কা। নভেম্বরের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা থাকলেও বাস্তব অগ্রগতি নেই বললেই চলে। গঠনতন্ত্র চূড়ান্ত হলেও এখনো নির্বাচন কমিশন গঠন করা হয়নি। ফলে শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

জানা গেছে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জুলাই মাসে গঠনতন্ত্র সংশোধনের জন্য প্রবিধি পুনঃপ্রণয়ন কমিটি গঠন করা হয়। সেই কমিটির মাধ্যমে ৮ অক্টোবর গঠনতন্ত্র চূড়ান্ত করা হলেও এরপর কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি অনুযায়ী, নির্বাচন আয়োজনের প্রস্তুতি চললেও বাস্তবে এখনও কমিশন গঠনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এছাড়া নির্বাচন নিয়ে শিক্ষকদের মধ্যেও মতবিরোধ রয়েছে, যা পুরো কার্যক্রমকে আরও বিলম্বিত করছে।

অনলাইন বৈঠকে উত্তপ্ত পরিস্থিতি

গত শনিবার রাতে উপাচার্যের আহ্বানে অনলাইনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা হলেও সেখানে শাকসু নির্বাচন নিয়ে একমত হওয়া যায়নি। একপর্যায়ে কয়েকজন শিক্ষকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ নিয়ে শিক্ষকদের মধ্যেও মতানৈক্য প্রকট হচ্ছে বলে জানা গেছে।

শিক্ষার্থীদের উদ্বেগ

শিক্ষার্থীরা বলছেন, নির্বাচন ঘোষণার পর যেভাবে সাড়া পাওয়া গিয়েছিল, এখন প্রশাসনের ধীরগতি এবং শিক্ষকদের দ্বিধাদ্বন্দ্বে পুরো প্রক্রিয়াটিই অনিশ্চয়তার মুখে পড়েছে।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আলী আব্বাস বলেন, ‘কয়েকজন শিক্ষক নাকি নির্বাচন চান না। আমরা মনে করি, ক্যাম্পাসে এখন নির্বাচন আয়োজনের উপযুক্ত পরিবেশ রয়েছে।’

প্রশাসনের বক্তব্য

এ বিষয়ে সহ-উপাচার্য সাজেদুল করিম বলেন, ‘নির্বাচনের কাজ চলমান আছে। স্থগিত হয়নি। সব পক্ষের সহযোগিতা নিয়ে নির্বাচন সফল করতে চাই।’ তবে উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীকে ফোনে পাওয়া যায়নি।

Check Also

চার দাবিতে আন্দোলনে নামছেন ফেল করা শিক্ষার্থীরা

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নজিরবিহীন ফল বিপর্যয়ের প্রতিবাদে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন অকৃতকার্য …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।