সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে ছাত্রদলের নির্ধারিত প্যানেলের বাইরে গিয়ে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ছাত্রদল নেতা মো. জুনায়েদ হাসানকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
গতকাল সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার। তিনি জানান, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকা মো. জুনায়েদ হাসানকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকেও আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদল সোমবার রাতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করে দলের প্যানেলের বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা এবং শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মো. জুনায়েদ হাসান বলেন, ‘দল যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, এ নিয়ে আমার আর কিছু বলার নেই। তবে বহিষ্কারের আগে আমাকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। শাকসু একটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্ল্যাটফর্ম। সেখানে প্রার্থী হওয়ার পর সরে দাঁড়ানোর সুযোগ থাকে না।’
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় শাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে দুজন প্রার্থী ও এক শিক্ষার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার হাইকোর্ট এই নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেন। একই সঙ্গে নির্বাচন স্থগিতের আদেশ বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে