“শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা”

৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ ভূকম্পন আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূকম্পনটির কেন্দ্র ছিল জুলিয়া রাজ্যের মেনে গ্রান্দে শহর থেকে ২৪ কিলোমিটার দূরে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে।

ভূমিকম্পের সময় রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার একাধিক রাজ্যে মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। এ ছাড়া প্রতিবেশী কলম্বিয়ার সীমান্তবর্তী এলাকাতেও ভবন খালি করে মানুষ রাস্তায় জড়ো হন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.১ এবং গভীরতা প্রায় ১০ কিলোমিটার। অন্যদিকে, ভেনেজুয়েলার যোগাযোগমন্ত্রী ফ্রেডি ন্যানেজ জানিয়েছেন, একই দিনে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। একটির মাত্রা ছিল ৩.৯, এটি বারিনাস রাজ্যে আঘাত হেনেছে এবং জুলিয়া রাজ্যে আঘাত হানা অন্যটির মাত্রা ছিল ৫.৪।

উল্লেখ্য, ভেনেজুয়েলা ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থিত এই দেশটির প্রায় ৮০ শতাংশ মানুষ সক্রিয় ভূমিকম্প অঞ্চলেই বসবাস করেন। গত শতকে দেশটির উত্তরাঞ্চলে পাঁচটি বড় ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে ২০১৮ সালে আঘাত হানা ৭.২ মাত্রার একটি ভূমিকম্পে ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়।

Check Also

প্রশাসনের আশ্বাসে হেফাজতের অবরোধ প্রত্যাহার

৮ অক্টোবর ২০২৫ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চলমান অবরোধ কর্মসূচি প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম। …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।