লক্ষ্মীপুর পৌরসভার ১১৯ সড়ক বেহাল, চরম ভোগান্তিতে বাসিন্দারা


লক্ষ্মীপুর পৌরসভার বেশিরভাগ সড়কের বেহাল দশায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পাকা সড়ক ভেঙে রূপ নিয়েছে কাঁচা সড়কে, সামান্য বৃষ্টি হলেই জমছে পানি, কোথাও আবার নালার পানি উপচে পড়ছে রাস্তায়। পৌর এলাকার ৩০০টির মধ্যে ১১৯টি সড়ক এখন সম্পূর্ণ চলাচলের অনুপযোগী।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভার ১৫টি ওয়ার্ডজুড়ে এই ভোগান্তি বছরের পর বছর ধরে চলছে। সড়কগুলোর সংস্কার না হওয়ায় রিকশা ও অটোরিকশা চালকরা চলাচল করতে চান না, ফলে যাতায়াতে ভাড়া বেড়ে গেছে।

১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফরহাদ হোসেন বলেন,

“ভাঙা সড়কে রিকশা পাওয়া যায় না। দ্বিগুণ ভাড়া দিলেও অনেকে যেতে চায় না। বৃষ্টি হলে তো একেবারেই বন্ধ হয়ে যায় চলাচল।”

গৃহিণী রুবিনা আক্তার বলেন,

“বাজারে যাওয়া বা বাচ্চাদের স্কুলে নিতে প্রচণ্ড কষ্ট হয়। পৌরসভায় অভিযোগ করেও কোনো সমাধান পাইনি।”

দক্ষিণ তেমুহনী এলাকার ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম জানান,

“রাস্তা খারাপ থাকার কারণে ক্রেতারা দোকানে আসতে চান না। এতে ব্যবসার ক্ষতি হচ্ছে।”

পৌরসভা সূত্রে জানা গেছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওয়ার্ড হলো ১২ নম্বর ওয়ার্ড, যেখানে ১৩টি সড়ক সম্পূর্ণ ভেঙে গেছে। এছাড়া ১ নম্বর ওয়ার্ডে ৮টি, ২ নম্বর ওয়ার্ডে ৭টি, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ১২টি করে, ১৫ নম্বর ওয়ার্ডে ৬টি সড়ক বেহাল অবস্থায় রয়েছে।

সরেজমিনে কেরালিয়া সড়ক, মেহের খাঁ–তাজুল চৌধুরী সড়ক, টুকা মিয়া সড়ক, হাসান আলী সরদার সড়কসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, ইট উঠে গর্ত তৈরি হয়েছে, তাতে জমে আছে ময়লা পানি। পথচারীরা কাদা মাড়িয়ে চলাচল করছেন, যানবাহন চলছে ধীরগতিতে।

লক্ষ্মীপুর পৌরসভা গঠিত হয় ১৯৭৬ সালে। বর্তমানে পৌর এলাকার আয়তন ২৮ দশমিক ২৬ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ২ লাখ।

পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন জানান,

“১১৯টি সড়ক সংস্কারের জন্য আমরা ৯২ কোটি ৯১ লাখ টাকার প্রকল্প পাঠিয়েছি। আশা করছি, আগামী অর্থবছরে বরাদ্দ পেলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।”

পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন বলেন,

“প্রকল্প অনুমোদিত হলে শহরের প্রধান সড়ক থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের সব রাস্তা নতুনভাবে পাকা করা হবে। পাশাপাশি নালা ও পানিনিষ্কাশন ব্যবস্থারও উন্নয়ন হবে।”

Check Also

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তাদের সহায়তার অভিযোগে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।