রংপুরের তারাগঞ্জে ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রূপলাল রবিদাস হত্যা মামলার পলাতক আসামি রুবেল পাইকার র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) তাকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) রাতে র্যাব-১৪-এর একটি বিশেষ আভিযানিক দল টাঙ্গাইল থেকে তাকে গ্রেপ্তার করে।
ঘটনা ঘটেছিল গত ৯ আগস্ট, যখন তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় চোর সন্দেহে রূপলাল রবিদাস ও প্রদীপ দাসকে গণপিটুনিতে আহত করা হয়। ঘটনাস্থলেই রূপলাল রবিদাসের মৃত্যু হয়। আহত প্রদীপ দাস পরদিন ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
তারাগঞ্জ থানার ওসি এমএ ফারুক বলেন, “রূপলাল হত্যা মামলায় রুবেল পাইকার সহ মোট ৯ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে রুবেল পলাতক ছিল। এখন তাকে আইনের আওতায় আনা হয়েছে।”
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে