প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা পোস্ট
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। আজ (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে ইসফাক আহসানের স্থলাভিষিক্ত হিসেবে কাউন্সিলর ও পরিচালক একসঙ্গে মনোনয়ন দিয়েছে।
বিসিবিতে সাধারণত এনএসসি পৃথক দিনে কাউন্সিলর ও পরিচালক মনোনয়ন দেয়। তবে আজকের বিশেষ ক্ষেত্রে দুটি পদই একই দিনে দেওয়া হয়েছে। এনএসসির চিঠিতে উল্লেখ করা হয়, ইসফাক আহসান ‘পদত্যাগ করেছেন’ এবং তার স্থলাভিষিক্ত হিসেবে রুবাবা দৌলাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক থাকেন দুইজন। গত ৬ অক্টোবর পরিচালনা পর্ষদের নির্বাচনের পর প্রথমে ইসফাক আহসানের মনোনয়ন দিয়ে বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে বোর্ড সভার পর সিদ্ধান্ত নেওয়া হয়, তার পরিবর্তে রুবাবা দৌলাকে পদে নিয়োগ দেওয়ার।
রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এছাড়া ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।
বিসিবি পরিচালনা পর্ষদের বর্তমান সদস্য সংখ্যা ২৪। আজ থেকে রুবাবা দৌলা সেই পর্ষদের একজন সক্রিয় পরিচালক হিসেবে যোগ দেবেন।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে