রামেক হাসপাতালে ছাদের অংশ ভেঙে আহত শিশু

জেলা প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের ছাদের কার্নিশ ভেঙে চিকিৎসা নিতে আসা এক রোগীর পাঁচ বছর বয়সী মেয়ে আহত হয়েছে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে সোমবার (৩ নভেম্বর) দুপুরে। আ*হত শিশুর নাম মিম্মা, সে রাজশাহীর চারঘাট উপজেলার মোহাম্মদ সামিউল হোসেন ও হাসি বেগমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, চিকিৎসার জন্য বাবা-মায়ের সঙ্গে হাসপাতালে আসার পর হঠাৎ ছাদের একটি কার্নিশ নিচে পড়ে মিম্মার মাথায় আঘা*ত লাগে। পরে দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করার নির্দেশ দেন।

স্থানীয়রা অভিযোগ করেন, হাসপাতালের কিছু ভবন পুরোনো ও জরাজীর্ণ হয়ে পড়েছে। সময়মতো সংস্কার না হওয়ায় এমন দুর্ঘ*টনা ঘটছে।

শিশুর বাবা মোহাম্মদ সামিউল হোসেন বলেন, “টিকিট কেটে ডাক্তার দেখানোর অপেক্ষায় ছিলাম। হঠাৎ ছাদের একটা অংশ ভেঙে মেয়ের মাথায় পড়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার দায়িত্ব নেয় এবং আমাদের থাকার ব্যবস্থাও করে দেয়।”

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, “শিশুটি আঘা*ত পেয়েছিল, তবে গুরুতর কিছু নয়। এখন সে ভালো আছে।”

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহমেদ জানান, “রামেক হাসপাতালটি অনেক পুরোনো ভবন। নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলেও বয়সজনিত কারণে এমন দুর্ঘ*টনা ঘটে। আহ*ত শিশুটির দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Check Also

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তাদের সহায়তার অভিযোগে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।