ঢাকায় প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন গায়িকা জেফার রহমানের সঙ্গে। সামাজিক মাধ্যমে এই বিয়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে সমালোচনা ও বিতর্কের ঝড় ওঠে।
অন্যদিকে, রাফসানের সাবেক স্ত্রী, চিকিৎসক সানিয়া শামসুন এশা সামাজিক মিডিয়ায় এই ঘটনাকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। বিশেষ করে রাফসানের বিয়ের দিনেই এশার জন্মদিন হওয়ায় বিষয়টি আরও বেশি আলোচনা হয়।
দেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে সম্প্রতি এশা বলেন, “আমার জীবনের অতীতের একটি ঘটনা আবার আলোচনায় এসেছে। আমি অপ্রয়োজনীয় ঝামেলা চাই না। আমি আমার জীবন নিজের মতো করে গড়ে তুলছি এবং ইতিবাচক কিছু মানুষকে দেখানোর চেষ্টা করছি। মানুষ যা সত্য তা জানে এবং অনেকে আমার হয়ে কথা বলেছে।”
এশা আরও বলেন, “যেটা সত্যি, সেটা সবাই জানে। আমি চাই আমার পরিচয় হোক শুধু একটাই—ডা. এশা। আমি আমার অতীতের পরিচয় বহন করতে চাই না।” তিনি প্রকাশ করেছেন যে, ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নিয়ে তিনি আর কারও সঙ্গে বিবাদ বা বিতর্কে জড়াতে চান না।
এর আগে, জেফার রহমান ও রাফসানের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুজব ছড়িয়ে ছিল। দুই বছর আগে রাফসান-এশার সম্পর্ক ভাঙার খবর প্রকাশ্যে আসে, যা তখনও সমালোচনার জন্ম দেয়। বুধবারের বিয়ে সেই গুজবকে সত্যি প্রমাণ করেছে।
এশা তার স্ট্যাটাসে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন এবং জানিয়েছেন, তিনি জীবনকে নিজের মতো করে সামলে এগিয়ে যেতে চান, যেন কোনো বিপর্যয় তাঁকে অসহায় করতে না পারে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে