দেশের রাজনৈতিক অঙ্গনে ফের তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হঠাৎ ডাকা জরুরি বৈঠককে ঘিরে।
সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় এই ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন ।
ঠিক কী বিষয়ে এই বিশেষ বৈঠক—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনই কিছু জানানো হয়নি। তবে রাজনৈতিক মহলে ধারণা—সাম্প্রতিক পরিস্থিতি ও আগামী রাজনৈতিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তারেক রহমান।
স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, জরুরি কোনো বিষয়ে আলাপ করতেই এই বৈঠক ডাকা হয়েছে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে