রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন সহপাঠীর ওপর হামলার প্রতিবাদে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে বিক্ষোভ শুরু হয়।

এ ঘটনার সূত্রপাত ঘটে বুধবার রাত ১১টার দিকে। ফাইনান্স বিভাগের দুই শিক্ষার্থী ফারাবী ও বকশী ক্যানটিন থেকে হেলমেট ও মাস্কধারী দুর্বৃত্তদের হাতে তুলে নিয়ে মারধরের শিকার হন। একই সময়ে নাট্যকলা বিভাগের মিনহাজও রামদা দিয়ে আঘাতপ্রাপ্ত হন এবং গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভিক্ষুক শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে আসে এবং তাদের হাতুড়ি, রামদা ও পিস্তল নিয়ে হামলা চালায়। ফারাবী ও বকশীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়, পরে প্রায় ৩০ মিনিট ধরে ঘোরানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধকালে মহাসড়কে কাঠের গুঁড়িতে আগুন ধরান। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, হামলাকারীরা হেলমেট পরার কারণে শনাক্ত করা সম্ভব হয়নি। মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, দুজন শিক্ষার্থী আহত হয়েছেন, তদন্ত চলছে এবং সম্ভাব্য একজনের নাম জানা গেছে।

Check Also

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তাদের সহায়তার অভিযোগে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।