রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ: যান চলাচল বন্ধ

সড়ক থেকে লিথিয়াম ব্যাটারির রিকশা সরানোর দাবিতে রাজধানীর বাড্ডায় ব্যাটারিচালিত রিকশাচালকরা রাস্তা অবরোধ করেছেন। এতে কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে তারা ফুজি টাওয়ারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালাচ্ছেন। রিকশাচালকেরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি তাদের দাবি পূরণ না হয়, তবে আন্দোলন আরও বর্ধিত হবে।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম জানান, এই বিক্ষোভের কারণে যান চলাচল ব্যাহত হয়েছে। তিনি বলেন, “এলাকায় মেট্রোরেলের কাজ চলার কারণে আগেই ভোগান্তি ছিল; অবরোধের ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং চেষ্টা করছি তাদের বুঝিয়ে সরানোর।”

সরকারি ও সাধারণ মানুষ উভয়েই এই যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন।

Check Also

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।