রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৩ স্যানিটারি মিস্ত্রি আহত

রাজধানীর পূর্ব রামপুরার কমিশনার গলি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিন স্যানিটারি মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—আমিনুল ইসলাম (২৮), মো. রাজন (২২) ও মো. আশরাফুল ইসলাম (৩০)। তারা রিকশায় কর্মস্থলে যাওয়ার পথে ৬-৭ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় এবং ছুরিকাঘাত করে।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের হাতে বা কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত করছে এবং দোষীদের শনাক্তে কাজ চলছে।

Check Also

আশুলিয়ায় প্রসূতি শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ অব্যাহত

ঢাকার আশুলিয়ায় প্রসূতি শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুর প্রতিবাদে চতুর্থ দিনও শ্রমিকদের বিক্ষোভ চলছে। শনিবার (১৮ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।