রাখাইন সীমান্তে ‘বিনিময় বাণিজ্য সাম্রাজ্য’: খাদ্যপণ্য দিয়ে আসে মাদক

রাতের সমুদ্র অন্ধকারে ঢেকে যায়। সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ ও টেকনাফ উপকূলে মাছ ধরার ট্রলারের ভেতরে থাকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। কিন্তু এসব বাংলাদেশি পণ্যের বিনিময়ে ফেরে কোটি টাকার ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস)। স্থানীয়রা এ লেনদেনকে ‘বাংলা মাল’ নামে ডাকে।

স্থানীয় ও অভিজ্ঞ জেলেরা জানান, প্রতি ২০ লাখ টাকার খাদ্য ও ওষুধ পৌঁছে দিলে অন্তত ২ কোটি টাকার মাদক দেশে ফিরানো হয়। গভীর সমুদ্রপথ ও মৎস্যঘাট ব্যবহার করে এই চক্র পরিচালিত হয়। সিন্ডিকেটে রয়েছে স্থানীয় প্রভাবশালী, জেলে ও রোহিঙ্গারা। নেতৃত্বে কুখ্যাত ‘সেভেন স্টার গ্রুপ’।

বিজিবি ও কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, গত ৯ মাসে ১৫৮ কোটি টাকার মাদক ও কোটি টাকার বাংলাদেশি পণ্য জব্দ করা হয়েছে। শতাধিক পাচারকারী গ্রেপ্তার হলেও সিন্ডিকেটের সক্রিয়তা অব্যাহত। পাচার রুট সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ ও টেকনাফের ঘাট দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক পৌঁছায়। নারী, শিশু ও রোহিঙ্গাদের ব্যবহার করা হয় মালপত্র বহনে।

স্থানীয় গোয়েন্দা সূত্র জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিয়ন্ত্রণ থাকলেও খাদ্য ও ওষুধের জন্য বাংলাদেশের ওপর নির্ভরশীল। এ সুযোগ কাজে লাগিয়ে সীমান্ত এলাকার অসাধু ব্যক্তি, জেলে ও প্রভাবশালীরা সিন্ডিকেট পরিচালনা করছে। তারা মাছ ধরার নামে বাংলাদেশি পণ্য পৌঁছে দেয় এবং মাদক ফেরত আনে।

সেন্টমার্টিন ও আশপাশের বিভিন্ন স্পটে চক্রের কার্যক্রম নজরদারি করে স্থানীয়রা। প্রতিটি ট্রলার রাতের অন্ধকারে নৌযান ব্যবহার করে রাখাইনের উদ্দেশে পাঠানো হয়। বিজিবি ও কোস্টগার্ডের অভিযানে এখন পর্যন্ত ইয়াবা, ক্রিস্টাল মেথ, মদ, গাঁজা ও অন্যান্য মাদকসহ অবৈধ পণ্য আটক হয়েছে, এবং একাধিক পাচারকারী গ্রেপ্তার হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার জানিয়েছেন, সীমান্তে জিরো টলারেন্স নীতি বজায় রেখে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাচারকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট এবং স্থানীয় জনগণও সচেতন করা হচ্ছে।

Check Also

উত্তরায় ছয়তলা আবাসিক ভবনে আগুন: দোতলার ডাইনিং রুম থেকে সূত্রপাত, নিহত ৬

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম সেক্টরে একটি ছয়তলা আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।