রাকসু: এটাই জীবনের প্রথম ভোট, খুবই ভালো লাগছে’


প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫

৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। সকাল ৯টা ১০ মিনিটে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট শুরুর আগেই বিভিন্ন কেন্দ্রের সামনে লাইনে দাঁড়াতে শুরু করেন শিক্ষার্থীরা। প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া সকাল ৮টা ৫০ মিনিটে জাবির ইবনে হাইয়ান প্রশাসনিক ভবনের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। প্রথম আলোকে তিনি বলেন,

‘এটাই আমার জীবনের প্রথম ভোট। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট দিতে যাচ্ছি, খুবই ভালো লাগছে।’

দ্বিতীয় বর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী স্বপ্নীল তালুকদার বলেন,

‘দীর্ঘ ৩৫ বছর পর ভোট হচ্ছে। আমার জীবনের এটিই প্রথম ভোট। এখনও অনেকে আসেনি। তবে আশা করছি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।’

জাবির ইবনে হাইয়ান ভবনের ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোতাহার হোসেন বলেন,

‘সকাল ৯টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও ১০ মিনিট দেরিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে।’

ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক পরিবেশকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষক-প্রশাসনসহ সকল মহলের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।

Check Also

“নিজেদের সম্মানটুকু কলঙ্কিত করবেন না” — এনসিপিকে ফারুকের সতর্ক বার্তা

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।