ঢাকা: দুই বছর পর আবারও মাঠে গড়াচ্ছে ছেলেদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ক্রিকেট। জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই বৈশ্বিক টুর্নামেন্ট। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশ্বকাপ, যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশসহ মোট ১৬টি দল।
২০২০ সালের বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ১৭ জানুয়ারি, শনিবার। সেদিন বুলাওয়ের ঐতিহ্যবাহী কুইন্স স্পোর্টস ক্লাবে ‘বি’ গ্রুপের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। প্রথম ম্যাচেই শক্তিশালী ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হওয়ায় ম্যাচটি নিয়ে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।
গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুটি ম্যাচ যথাক্রমে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি বুলাওয়েতে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি ২৩ জানুয়ারি হারারেতে।
বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী, চারটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে মোট ১২টি দল সুপার সিক্স পর্বে উঠবে। সুপার সিক্সে ওঠা দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। বাংলাদেশ যদি সুপার সিক্সে ওঠে, তাহলে তারা খেলবে ‘সি’ গ্রুপের তিনটি দলের বিপক্ষে।
২০২০ সালে প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জিতে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ। তবে পরবর্তী দুই আসরে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি যুবারা। ২০২২ সালে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠলেও ২০২৪ সালে সুপার সিক্স পর্বেই বিদায় নিতে হয় তাদের। ফলে এবারের আসরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে বাংলাদেশ দল।
গ্রুপভিত্তিক দলসমূহ
- গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান, শ্রীলঙ্কা
- গ্রুপ ‘বি’: বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র
- গ্রুপ ‘সি’: ইংল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে
- গ্রুপ ‘ডি’: আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, ওয়েস্ট ইন্ডিজ
গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচসূচি
- ১৭ জানুয়ারি: ভারত — বুলাওয়ে
- ২০ জানুয়ারি: নিউজিল্যান্ড — বুলাওয়ে
- ২৩ জানুয়ারি: যুক্তরাষ্ট্র — হারারে
টুর্নামেন্টের ফরম্যাট সংক্ষেপে
- ১৬ দল চার গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বে খেলবে
- প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল উঠবে সুপার সিক্সে
- সুপার সিক্সে দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে
- সেমিফাইনাল জয়ীরা খেলবে ফাইনালে
ক্রিকেট বিশ্লেষকদের মতে, প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ফলাফলই অনেকটা নির্ধারণ করে দিতে পারে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার দিকনির্দেশনা। আত্মবিশ্বাসী শুরু করতে পারলে সুপার সিক্স এবং তার পরের ধাপে যাওয়ার পথ অনেকটাই সহজ হবে যুব টাইগারদের জন্য।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে