যুক্তরাষ্ট্রে চলমান সরকারি শাটডাউনের কারণে বিমানবন্দরগুলোতে ক্রমেই বাড়ছে ভোগান্তি। দ্বিতীয় দিনে প্রায় দেড় হাজার ফ্লাইট বাতিল এবং ৪ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম সিএনএন।
গত বুধবার মার্কিন প্রশাসন ঘোষণা দেয়, শাটডাউনের প্রভাবে কর্মী সংকট দেখা দেওয়ায় অন্তত ৪০টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল সীমিত করা হবে। এর আগের দিনেই বাতিল হয়েছিল প্রায় ৫ হাজার ফ্লাইট।
শাটডাউনের কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের চারটি প্রধান এয়ারলাইন্স। যাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছেন। প্রশাসনের আশঙ্কা, শাটডাউন অব্যাহত থাকলে সামনে ২০ শতাংশ ফ্লাইট বাতিল করতে হতে পারে।
কেন্দ্রীয় সরকারের আংশিক অচলাবস্থা (শাটডাউন) শুরু হওয়ায় প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মী—যাদের মধ্যে বিমান নিয়ন্ত্রক থেকে পার্ক রেঞ্জার পর্যন্ত রয়েছেন—বেতন ছাড়াই কাজ করছেন বা বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন। এর কারণ, মার্কিন কংগ্রেস এখনো বাজেট অনুমোদন করেনি।
শাটডাউনের ফলে শুক্রবার একদিনেই
- স্কাইওয়েট এয়ারলাইন্স বাতিল করেছে ১৭০টির বেশি ফ্লাইট,
- সাউথওয়েস্ট এয়ারলাইন্স ১২০টি,
- ইউনাইটেড এয়ারলাইন্স বাতিল করেছে ৬৪টি ফ্লাইট।
শুক্রবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দেরিতে ছাড়ার ফ্লাইটের সংখ্যা ছিল ১,২৩৮, আর একসঙ্গে বাতিল হয়েছে আরও ৮২৪টি ফ্লাইট।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে