মিয়ানমার ও থাইল্যান্ডের সীমান্ত এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি বাংলাদেশ সময় রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র বার্মার দাওয়ে এলাকায় ছিল, যা বাংলাদেশ থেকে প্রায় ২৬৭ কিলোমিটার দূরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি সেবা সতর্ক অবস্থানে আছে।
এর আগে গত শুক্রবার বাংলাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হন। তার পরদিন মৃদু কম্পনও অনুভূত হয়। ভারতের ভূকম্পনবিদ্যা সংস্থা (এনসিএস) জানিয়েছে, মিয়ানমারেও শনিবার অন্তত তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মাত্রা ৩.৪ থেকে ৩.৭ পর্যন্ত। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে