মাওলানা ভাসানী আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতা রক্ষায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবেন।

১৭ নভেম্বর মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “মওলানা ভাসানীর অগাধ দেশপ্রেম, দেশ ও জাতির স্বার্থ রক্ষা এবং গণতন্ত্র ও মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদী হতে যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রাণিত করবে।”

তারেক রহমান আরও বলেন, “মওলানা ভাসানী দেশমাতৃকার মুক্তির পথ প্রদর্শক এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন ও কৃষক-শ্রমিক-মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে এক আলোকবর্তিকা। তার নির্ভীক নেতৃত্ব শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে ছিল।”

তিনি জানান, মওলানা ভাসানীর হুংকারে অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মসনদে কম্পন সৃষ্টি হতো এবং জাতির ভয়াবহ দুর্দিনে তিনি জনস্বার্থের পক্ষে থাকায় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন।

Check Also

নির্বাচনে ‘ডিপফেক’ আতঙ্ক, ভিডিওর সত্যতা নিয়ে বাড়ছে সন্দেহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার আশঙ্কা …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।