ভোজ্যতেলের দাম ও চট্টগ্রাম বন্দরের বাড়তি ট্যারিফ প্রত্যাহারের দাবি বাম গণতান্ত্রিক জোটের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সয়াবিন ও পাম তেলের মূল্যবৃদ্ধি এবং চট্টগ্রাম বন্দরের মাশুল (ট্যারিফ) বাড়ানোর সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জোটের শীর্ষ নেতারা এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, “সরকার বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। চাল, ডাল, সবজি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। এর মধ্যে নতুন করে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে সংকট আরও বাড়াবে।”

জোটের বিবৃতিতে উল্লেখ করা হয়, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ৬ টাকা, খোলা সয়াবিন তেল ৮ টাকা এবং খোলা পাম অয়েলের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। তারা বলেন, “মাত্র ৫ মাস আগে, চলতি বছরের এপ্রিল মাসে তেলের দাম ১২ টাকা বাড়ানো হয়েছিল। এখন আবার মূল্যবৃদ্ধি স্পষ্টতই অযৌক্তিক ও সাধারণ মানুষের প্রতি চরম অবিচার।”

চট্টগ্রাম বন্দরের মাশুল বৃদ্ধির প্রসঙ্গে নেতারা বলেন, “জনমত উপেক্ষা করে আমদানি-রপ্তানিকারকদের স্বার্থে বন্দরের ট্যারিফ ৪১ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত লাভজনক বন্দর ব্যবস্থার ক্ষেত্রে অপ্রয়োজনীয় ও রহস্যজনক। এর মাধ্যমে বিদেশি কোম্পানির হাতে কনটেইনার হ্যান্ডলিং তুলে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই মাশুল বাড়ানো হয়েছে।”

বিবৃতিতে বলা হয়, ট্যারিফ বাড়ার প্রভাব সরাসরি আমদানি-রপ্তানি খাতে পড়বে এবং তার ফলে পণ্যের দাম বেড়ে যাবে, যা ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতির চাপ আরও বাড়াবে। “এই মূল্য সাধারণ জনগণকেই বহন করতে হবে,”—বলেন তারা।

এছাড়া বিবৃতিতে বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের হামলারও নিন্দা জানানো হয়। জোট নেতারা অবিলম্বে হামলাকারী পুলিশ সদস্যদের বিচার এবং শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন—বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা এবং সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী।

Check Also

“নিজেদের সম্মানটুকু কলঙ্কিত করবেন না” — এনসিপিকে ফারুকের সতর্ক বার্তা

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।