ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ভৈরব

কিশোরগঞ্জের ভৈরবকে দেশের ৬৫তম জেলা ঘোষণা এবং ঢাকা বিভাগে রাখার দাবিতে ভৈরবে আন্দোলন অব্যাহত রয়েছে। এ দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

‘ভৈরবের সর্বস্তরের জনগণ’–এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ–পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ভৈরবকে জেলা করা ভৈরববাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। দ্রুত সময়ের মধ্যে এটি পূরণ করা না হলে আন্দোলন আরও তীব্র হবে।

বক্তারা বলেন, ভৈরব ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ছিল এবং থাকবে। এটি কোনোভাবেই ময়মনসিংহ বিভাগের অধীনে যাবে না। ভৌগোলিক অবস্থান, যাতায়াত সুবিধা ও সামাজিক-অর্থনৈতিক যোগাযোগ বিচারে ভৈরব ঢাকার খুব কাছের একটি এলাকা। দিনেই একাধিকবার ঢাকা–ভৈরব যাতায়াত করা যায়। অথচ ময়মনসিংহের সঙ্গে ভৈরবের তেমন কোনো যোগাযোগই নেই।

সমাবেশে বক্তারা ঘোষণা দেন, আগামী বৃহস্পতিবার সকালে ভৈরব রেলস্টেশন এলাকায় এবং নৌবন্দর এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সড়কের মতো রেলপথ ও নদীপথেও আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।

বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সংগঠক ইমতিয়াজ আহমেদ ও আরাফাত ভূঁইয়া, আজহারুল ইসলাম, মো. নিয়াজি, জাহিদুল ইসলাম, গোলাম মহিউদ্দিন, মো. শাহরিয়ার, মোহাম্মদ আবির প্রমুখ।

সমাবেশে অংশ নেওয়া আজহারুল ইসলাম বলেন, ‘এবার ফলাফল না নিয়ে আমরা ঘরে ফিরে যাব না। সড়কপথের পর রেলপথ ও নদীপথেও একইভাবে কর্মসূচি পালন করা হবে।’

Check Also

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরে গোসল নিয়ে বিরোধ থেকে শুরু হয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।