রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা ফজলুল হক হলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নির্মাণাধীন শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাকসু ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।
কেন স্থানান্তরের সিদ্ধান্ত?
গতকাল সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পে শেরে বাংলা হলের দেয়ালে নতুন ফাটল সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা হল পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরিদর্শনের পর প্রশাসন অবশেষে হল পরিবর্তনের ঘোষণা দেয়।
আজ থেকেই নতুন হলে উঠতে পারবেন
হল প্রাধ্যক্ষ শরিফুল ইসলাম জানান—
- শিক্ষার্থীরা আজ শনিবার থেকেই নতুন হলে উঠতে পারবেন।
- নতুন অ্যালটমেন্টের মাধ্যমে রুম বরাদ্দ দেওয়া হয়েছে।
- যদিও নতুন হলে পানি, বিদ্যুৎ ও বাথরুমের সুবিধা সম্পূর্ণ নয়, তবুও নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- দুইজনের রুমে আপাতত তিনজন করে থাকতে হবে।
- তিন–চার দিনের মধ্যে প্রয়োজনীয় সুবিধাগুলো ঠিক করা হবে।
পুরোনো হলের অবস্থা যাচাই হবে বিশেষজ্ঞ দিয়ে
প্রাধ্যক্ষ আরও জানান, শেরে বাংলা হলটি বসবাসযোগ্য কি না—তা নির্ধারণে বাইরের বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা হবে। এরপর প্রয়োজনীয় সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষার্থীদের প্রতিক্রিয়া
- আবাসিক শিক্ষার্থী হাসান আলী বলেন, “বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের সিদ্ধান্ত সঠিক। আমরা আপাতত নতুন হলে বা বন্ধুর রুমে উঠছি।”
- আরেক শিক্ষার্থী আলজাবের আহমেদ জানান, “নতুন হলে পানি-বিদ্যুৎ সমস্যার কারণে এখনও কেউ ওঠেনি। তবে আজ থেকেই ধীরে ধীরে সবাই শিফট করবে।”
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে