ভিসা সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ না করার সতর্কতা ঢাকার মার্কিন দূতাবাসের

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড (ভিসায় জামানত) নীতিমালা আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে কার্যকর হচ্ছে। এ প্রেক্ষাপটে ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ডের অর্থ পরিশোধ করা যাবে না।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ জানুয়ারি ২০২৬ থেকে বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাঁরা ব্যবসা বা পর্যটন ভিসা (বি১/বি২) পাবেন, তাঁদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা।

তবে দূতাবাস জানিয়েছে, ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই বন্ড নীতিমালা প্রযোজ্য হবে না। অর্থাৎ নতুন করে যাঁদের ভিসা অনুমোদিত হবে, কেবল তাঁদের ক্ষেত্রেই এই শর্ত কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ করবেন না। আগাম বন্ড পরিশোধ করলে তা কোনোভাবেই ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না। তৃতীয় পক্ষের কোনো ওয়েবসাইট বা মাধ্যম থেকে বন্ড পরিশোধের প্রস্তাব এলে সেটি প্রতারণামূলক হতে পারে।’

মার্কিন দূতাবাস সতর্ক করে জানিয়েছে, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থ ফেরতযোগ্য নয়। তবে যাঁরা যথাযথভাবে ভিসার শর্তাবলি অনুসরণ করবেন, তাঁদের ক্ষেত্রে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, বাংলাদেশসহ মোট ৩৮টি দেশের নাগরিকদের জন্য সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড চালু করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি ভিসা আবেদনকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে।

Check Also

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।