ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরে গোসল নিয়ে বিরোধ থেকে শুরু হয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, দুপুরে হাওলাপাড়া গ্রামের মো. তাইম ও তার বন্ধুদের ছোট দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে গেলে সেখানে থাকা শাকিল, শিপনসহ কয়েকজন তাদের মারধর করেন। এ ঘটনার জেরে রাতে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র ও টর্চলাইটের আলো জ্বালিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষ চলাকালীন ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Check Also

পাইকারিতে কমলেও খুচরায় কমেনি চালের দাম

প্রতিবেদন: বাজার ডেস্ক | ১৮ অক্টোবর ২০২৫ দেশের বাজারে চালের দাম কমার প্রবণতা দেখা গেলেও …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।