বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি পুনর্বহাল, সাংগঠনিক কার্যক্রম শুরু

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থগিত থাকা সব ইউনিট কমিটি পুনর্বহাল করা হয়েছে। একই সঙ্গে দেশের সব পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পুনরায় চালু করার নির্দেশ দিয়েছে সংগঠনটি।

রোববার (২ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “‘২৪-এর জুলাই ছাত্র–জনতার অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছিল, তার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। শহীদ পরিবার ও আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে অভ্যুত্থান-পরবর্তী সরকার।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “ইতিমধ্যে বিভিন্ন স্থানে শহীদ পরিবার ও আহতদের ওপর হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়েও কোনো সুস্পষ্ট রোডম্যাপ দেখা যায়নি— যা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা।”

সংগঠনটি জানায়, “জুলাই অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিত করতে এবং এক দফা দাবি— ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ— বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।”

একই সঙ্গে সংগঠনটির সব ইউনিটকে সাংগঠনিক কার্যক্রম পুনরায় সচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের সব বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলা ইউনিটকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন করে কমিটি পুনর্গঠন সম্পন্ন করতে হবে।

Check Also

নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।