“বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা”


জাতিসংঘের নতুন প্রতিবেদনে দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বর্তমানে শহরটিতে বসবাস করছে সাড়ে তিন কোটিরও বেশি মানুষ।

বিস্তারিত সংবাদ:
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের (UN DESA) ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে, ঢাকা বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর। প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হবে এবং তার জনসংখ্যা ছাড়াবে পাঁচ কোটি।

তালিকায় প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যেখানে বর্তমানে প্রায় ৪ কোটি ১৯ লাখ মানুষ বসবাস করছে। ২০১৮ সালে জাকার্তা ছিল ৩০তম স্থানে, তখন জনসংখ্যা ছিল মাত্র এক কোটি ২০ লাখ।

তালিকায় উল্লেখযোগ্যভাবে এশিয়ার শহরগুলোর আধিপত্য লক্ষ্য করা যায়। শীর্ষ ১০ মেগাসিটির মধ্যে ৯টি শহরই এশিয়ায় অবস্থিত। এই তালিকায় নয়াদিল্লি ৪র্থ স্থানে, সাংহাই ও গুয়াংজু ৫ম ও ৬ষ্ঠ স্থানে, কলকাতা ৯ নম্বরে। অন্যদিকে, জাপানের রাজধানী টোকিও এখন তৃতীয় স্থানে নেমে এসেছে, যেখানে ৩ কোটি ৩৪ লাখ বাসিন্দা আছে।

প্রতিবেদন বিশ্লেষণ করে বলা হয়েছে, রাজধানীকেন্দ্রিক অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে এ শহরগুলো দ্রুত জনবহুল হচ্ছে। এছাড়া, এশিয়ার বাইরের একমাত্র শহর মিশরের কায়রো শীর্ষ দশের মধ্যে স্থান পেয়েছে।

Check Also

উত্তরায় ছয়তলা আবাসিক ভবনে আগুন: দোতলার ডাইনিং রুম থেকে সূত্রপাত, নিহত ৬

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম সেক্টরে একটি ছয়তলা আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।