ঢাকা: আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের গ্রুপ অদলবদলের সম্ভাবনা আলোচনা খবরে উঠে এসেছে। তবে ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চিত করেছে যে, তাদের গ্রুপ পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়ারল্যান্ডকে আশ্বাস দিয়েছে যে, তাদের পূর্বনির্ধারিত গ্রুপে পরিবর্তন হবে না এবং সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।
এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। তিনি ব্যক্তিগত পর্যায়ে আইরিশ ক্রিকেট প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। সূত্র মতে, আইসিসিতে আগে কাজের অভিজ্ঞতার কারণে তাঁর সঙ্গে আয়ারল্যান্ডের অনেক কর্মকর্তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
আইসিসি ও বিসিবির আলোচনায়, নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দলের সব ম্যাচ ভারতে না খেলার প্রেক্ষিতে সম্ভাব্য সমাধান হিসেবে দুই দেশের গ্রুপ অদলবদলের প্রস্তাব ওঠে। প্রাথমিক সূচি অনুযায়ী, বাংলাদেশ ‘সি’ গ্রুপে খেলবে, যেখানে লিটন দাসের নেতৃত্বে দল চার ম্যাচ খেলবে, তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। অন্যদিকে ‘বি’ গ্রুপের আয়ারল্যান্ডের সব ম্যাচ কলম্বো ও ক্যান্ডিতে হওয়ার কথা।
বাংলাদেশে নিরাপত্তাশঙ্কা এবং আন্তর্জাতিক ভেন্যু পরিবর্তনের কারণে বিসিবি চাইছে, যাতে বাংলাদেশ দলের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। এ বিষয়ে ঢাকায় আইসিসি-বিসিবি বৈঠকে ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
ক্রিকবাজকে দেওয়া একটি সাক্ষাৎকারে ক্রিকেট আয়ারল্যান্ডের কর্মকর্তা জানিয়েছেন, “আমরা সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছি যে মূল সূচি থেকে আমাদের কোনো পরিবর্তন হবে না। আমরা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবো।”
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলতে চাওয়ায় বিসিবি আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাব দিয়েছে। তবে আইসিসি এখনো এই প্রস্তাবে চূড়ান্ত সম্মতি দেয়নি। লজিস্টিকাল প্রতিবন্ধকতা এবং দল অদলবদলের জটিলতা বিবেচনায় আইসিসির দ্বিধা দেখা দিয়েছে।
বাংলাদেশি ক্রিকেট ভক্তরা এখন আলোচনার ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন, যাতে নিরাপত্তা বজায় রেখে বিশ্বকাপের পরিকল্পিত সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে