বিকাশ-নগদ-রকেটে সরাসরি ব্যাংক লেনদেন শুরু ১ নভেম্বর, চার্জ হবে খুবই কম

নতুন নিয়মে এখন থেকে বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক অ্যাকাউন্ট এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি)–এর মধ্যে সরাসরি টাকা পাঠানো যাবে একই প্ল্যাটফর্মে, যার নাম জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB)।

বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছে, আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে এই আন্তঃপরিচালনাযোগ্য (ইন্টার-অপারেবল) লেনদেন চালু হচ্ছে। এর ফলে আপনি বিকাশ থেকে সরাসরি কোনো ব্যাংকে, বা ব্যাংক থেকে নগদে টাকা পাঠাতে পারবেন – একদম তাত্ক্ষণিকভাবে।

কত টাকা চার্জ দিতে হবে?

বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সর্বোচ্চ চার্জ হচ্ছে:

ব্যাংক থেকে এমএফএসে টাকা পাঠালে: প্রতি ১,০০০ টাকায় সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা চার্জ।

পেমেন্ট সার্ভিস প্রোভাইডার থেকে এমএফএসে পাঠালে: প্রতি ১,০০০ টাকায় সর্বোচ্চ ২ টাকা চার্জ।

এমএফএস থেকে ব্যাংকে টাকা পাঠালে: প্রতি ১,০০০ টাকায় সর্বোচ্চ ৮ টাকা ৫০ পয়সা চার্জ।

উদাহরণ: আপনি যদি আপনার বিকাশ থেকে ব্যাংকে ১,০০০ টাকা পাঠান, তাহলে সর্বোচ্চ ৮.৫০ টাকা কাটা যাবে।

আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়:

এই চার্জ শুধু পাঠানো পক্ষ দেবে। যিনি টাকা পাবেন, তাঁর কাছ থেকে কোনো চার্জ কাটা হবে না।

টাকা পাঠানোর সময় চার্জ কত হচ্ছে, সেটি গ্রাহককে অগ্রীম জানাতে হবে।

বর্তমানে ব্যাংক থেকে ব্যাংকে (Bank-to-Bank) ইন্টারনেট ব্যাংকিংয়ে যেভাবে টাকা পাঠানো যায়, সেই নিয়ম বদলাবে না।

এই পরিবর্তনের ফলে ডিজিটাল লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। এটি কাগুজে টাকার ব্যবহার কমিয়ে আনার একটা বড় পদক্ষেপ।

Check Also

রফতানি-রেমিট্যান্সে ঊর্ধ্বগতি, দুই মাসে উদ্বৃত্ত ৪৮ কোটি ডলার

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশে বৈদেশিক লেনদেনে উদ্বৃত্ত হয়েছে ৪৮ কোটি ডলার, যা …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।