বাংলাদেশের সিরিজ হারের হ্যাটট্রিক এড়ানোর লড়াই

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা | প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু সিরিজ বাঁচানোর নয়, বরং আত্মমর্যাদা রক্ষার লড়াইও। একদিকে সিরিজে পিছিয়ে পড়া, অন্যদিকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার জন্য র‍্যাঙ্কিংয়ে উন্নতির চাপ—সব মিলিয়ে আজকের ম্যাচে জয় ছাড়া বাংলাদেশের সামনে অন্য কোনো বিকল্প নেই।

প্রথম ওয়ানডেতে হারের ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে মেহেদী হাসান মিরাজের দল। আবুধাবিতে আজ দ্বিতীয় ম্যাচে হার মানে সিরিজ খোয়ানো তো বটেই, সেই সঙ্গে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা দলটির জন্য বিশ্বকাপে সরাসরি খেলার আশা আরও দুর্বল হয়ে পড়বে। অথচ এই সংস্করণ একসময় বাংলাদেশের জন্য সবচেয়ে শক্তিশালী বলেই ধরা হতো।

সাম্প্রতিক পারফরম্যান্স দেখলে উদ্বেগ বাড়ে আরও। সর্বশেষ ১১ ওয়ানডেতে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র একটিতে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিজেও আট ম্যাচের মধ্যে জয় পেয়েছেন কেবল একটি। আগের দুই ওয়ানডে সিরিজেও আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচটিকে অনায়াসেই হারের হ্যাটট্রিক এড়ানোর ম্যাচ বলা যায়।

এ অবস্থায় দলগত মনোযোগ এখন ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর দিকে। দলের তরুণ ওপেনার তানজিম হাসান বলেছেন, ‘আগের ম্যাচে যেসব ভুল করেছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ হারলেই সিরিজ চলে যাবে।’

তানজিম আরও বলেন, ‘ওয়ানডে আমাদের সবার প্রিয় সংস্করণ। এখানে ১০ নম্বরে থাকা আমাদের জন্য লজ্জার। বাছাইপর্বে খেলা আমাদের জন্য সম্মানজনক কিছু নয়।’

তবে চিন্তার জায়গা বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৫০ ওভারের ম্যাচে নিয়মিত ব্যাটিং ব্যর্থতা বড় রকমের ধাক্কা হয়ে উঠেছে। চলতি বছরে খেলা ৬ ওয়ানডের মধ্যে মাত্র একটিতে বাংলাদেশ অলআউট হয়নি। রান তুলতে না পারার মূল কারণ হিসেবে তানজিম উল্লেখ করেন স্ট্রাইক রোটেশনের ঘাটতি:
‘অনেক বেশি ডট বল হয়ে যাচ্ছে। স্ট্রাইক রোটেট না করতে পারলে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন।’

বাংলাদেশ দলের ভেতর এখন জয়ের তাগিদ তীব্র। হারলেই শুধু সিরিজ নয়, আরও বড় স্বপ্নগুলোও দূরে সরে যাবে। সেই চাপে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে মিরাজ বাহিনী। এখন দেখার বিষয়, তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা—নাকি হারের হ্যাটট্রিকই হয়ে দাঁড়াবে বাংলাদেশের নতুন বাস্তবতা।

Check Also

চার দাবিতে আন্দোলনে নামছেন ফেল করা শিক্ষার্থীরা

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নজিরবিহীন ফল বিপর্যয়ের প্রতিবাদে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন অকৃতকার্য …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।