“বরিশালের স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ”

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজিজুর রহমান শাহিনের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে থানায় মামলা করেছেন তরুণী।

এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর বান্দরোড সংলগ্নে শাহিনের সিটি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান শাহিন বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা এলাকার বাসিন্দা এবং বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাবেক সভাপতি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হাসপাতালের মালিক আজিজুর রহমান শাহিন তাকে চাকরির প্রলোভন দেখিয়ে সোমবার সন্ধ্যায় ফোন করে হাসপাতালে ডেকে নেন। পরে তিনি চাকরির বিনিময়ে কুপ্রস্তাব দেন। এতে সম্মত না হওয়ায় তাকে একটি কক্ষে আটক করে ধর্ষণচেষ্টা করেন শাহিন। পরে তরুণীর ডাক-চিৎকারে হাসপাতালের অন্যরা এগিয়ে এলে শাহিন পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, তরুণী নিজেই থানায় হাজির হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা আত্মগোপনে আছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Check Also

প্রশাসনের আশ্বাসে হেফাজতের অবরোধ প্রত্যাহার

৮ অক্টোবর ২০২৫ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চলমান অবরোধ কর্মসূচি প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম। …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।