বগুড়ায় বিড়ালের গলা কেটে হত্যার অভিযোগ, নারীর বিরুদ্ধে থানায় জিডি


বুধবার (৫ নভেম্বর) বিকেলে আদমদীঘি থানা পুলিশ ধানক্ষেত থেকে মৃ*ত বিড়ালের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি (সিডিআইএল)-এ পাঠিয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের দত্তবাড়িয়া গুচ্ছগ্রামে বুলবুলি নামে এক নারী তার বাড়িতে সাদা-কালো রঙের একটি বিড়ালকে বটি দিয়ে গলা কে*টে হ*ত্যা করেন। পরে মৃত বিড়ালটি বাড়ির পাশের ধানক্ষেতে ফেলে দেওয়া হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেনের। তিনি ঘটনাস্থলে গিয়ে আদমদীঘি থানায় জিডি করেন।

বুধবার দুপুরে এমরান হোসেন স্থানীয় পুলিশ ও প্রতিবেশীদের সহযোগিতায় নিহত বিড়ালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠান।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন,

“অভিযোগ পেয়েছি। বিড়ালের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয় এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজির আহমেদ বলেন,

“এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Check Also

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তাদের সহায়তার অভিযোগে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।