ফের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে কম্পনটি অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে একইদিন সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ এলাকায় ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয় বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ছাড়াও গত ২১ নভেম্বর শনিবার দেশের বিভিন্ন স্থানে আরো একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ওই কম্পনের মাত্রা ছিল ৫.৭, এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

Check Also

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া দুই ম*রদেহ উদ্ধার, এক জন গ্রে*প্তার

ঢাকার সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।