ফের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

ঢাকা–বরিশাল মহাসড়কে আবারও গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছেন কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) সকাল থেকেই মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার সীমানা সংলগ্ন গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর ও দক্ষিণ পাশজুড়ে এ কর্মসূচি চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টার দিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হয়ে গাছ কেটে রাস্তার ওপর ফেলে দেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে সকাল থেকেই সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়।

অবরোধের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। কালকিনি ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদ্দার বলেন, “ভোর থেকে পুলিশের সহায়তায় মহাসড়ক পরিষ্কারের কাজ চলছে। গাছ ও গুঁড়ি অপসারণ করা হচ্ছে।”

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, “আওয়ামী লীগের নিষিদ্ধ নেতাকর্মীরা গোপালপুর এলাকায় গাছ কেটে মহাসড়ক অবরোধ করেছে বলে আমরা জানতে পেরেছি। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, দ্রুতই দোষীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে শনিবার (১৫ নভেম্বর) চাকরি পুনর্বহালের দাবিতে বরিশাল–ঢাকা মহাসড়ক অবরোধ করেন অপসো স্যালাইন ফার্মার ছাঁটাই হওয়া শ্রমিকরা। হাতেম আলী কলেজ চৌমাথা এলাকার ওই অবরোধে সেদিনও যান চলাচলে ব্যাপক ভোগান্তি তৈরি হয়।

Check Also

নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।