সংবাদ:
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ডিবি পুলিশ রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করেছে—এ তথ্য তাঁদের জানানো হয়েছে। তবে গ্রেপ্তারের পরপরই তাঁদের থানায় হস্তান্তর করা হয়নি বলে জানান তিনি।
ডিবির একাধিক সূত্র জানিয়েছে, মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি, কাফরুল এবং সাভার থানায় দায়ের করা বিভিন্ন মামলায় দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে শুধু ধানমন্ডি থানাতেই তাঁদের বিরুদ্ধে শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে এসব পরোয়ানা কার্যকর করা সম্ভব হচ্ছিল না।
তবে কোন নির্দিষ্ট মামলায় তাঁদের সর্বশেষ গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি পুলিশ। ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিষয়টি স্পষ্ট করা হবে।
উল্লেখ্য, ইভ্যালির বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ গ্রহণ করে সময়মতো পণ্য সরবরাহ না করার অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে ২০২১ সালে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের হয়। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে র্যাব মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর প্রায় আট মাস কারাবাস শেষে ২০২২ সালের ৬ এপ্রিল জামিনে মুক্তি পান শামীমা নাসরিন। পরে দীর্ঘদিন কারাভোগের পর গত বছরের ১৯ ডিসেম্বর জামিনে মুক্তি পান মোহাম্মদ রাসেল।
নতুন করে গ্রেপ্তারের ঘটনায় আবারও আলোচনায় এসেছে ইভ্যালি কেলেঙ্কারি। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রমে এই গ্রেপ্তার গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন আইন সংশ্লিষ্টরা।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে