বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শনিবার (২২ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে ১ হাজার ৬৩৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৫৬ জন ভোটার অংশ নেন, যা মোট ভোটারের ৭০.৫৭ শতাংশ। ৭টি পদে প্রার্থী হয়েছিলেন ৩২ জন, যারা বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি যুবশক্তি ও এবি পার্টির সমর্থিত।
ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে জিয়া উদ্দিন আহমেদ মিস্টার, সেক্রেটারি পদে সালাউদ্দিন মামুন, এবং কার্যনির্বাহী সদস্য পদে হায়দার আলী রাসেল, শরিফুল ইসলাম অপু, মেজবাহ উদ্দিন মিয়াজী, ওসমান গণি রাসেল এবং আল ইমরান জয়ী হন।
এর মাধ্যমে ৭টি পদের মধ্যে ৫টিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয় লাভ করেন। নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অশোক বিক্রম চাকমা জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে