ফুটপাতে খেয়ে-থেকেও দুই পথশিশুর শিক্ষার লড়াই

ভরদুপুরের তপ্ত রোদে কিংবা গভীর রাতে ঢাকার কোনো এক ফুটপাতে দেখা মেলে দুই পথশিশুর। ছিন্নমূল জীবন, মাথার উপর ছাদ নেই—তারপরও বই-খাতায় চোখ রাখে ওরা। সরকারি এক প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তারা। দিন শুরু হয় এক গ্লাস মাঠা দিয়ে, আর দিনশেষে ফুটপাতই হয় তাদের খেলার মাঠ, পাঠশালা ও শয্যা।

কঠিন বাস্তবতায়ও তারা হার মানেনি। দারিদ্র্য, অনিশ্চয়তা আর সামাজিক বৈষম্যের মাঝেও শিক্ষার স্বপ্ন আঁকড়ে ধরেছে। ওদের একজনের মা বলেন, “আমার কোনো চাওয়া নেই, শুধু ওরা যেন পড়াশোনা করে ভালো মানুষ হয়। কোচিং করালে আরও ভালো করত, কিন্তু কই, সেই সামর্থ্য তো নেই।”

বেলা ১১টায় স্কুল ছুটির পর ফুটপাতই হয় ওদের ঘর। এখানেই হাসি-খুনসুটি, খেলাধুলা আর পড়াশোনার চর্চা। আধো আধো গলায় কবিতা বলে, হাত রাঙায় মেহেদিতে—স্বপ্ন দেখে উজ্জ্বল ভবিষ্যতের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, রাজধানীতে প্রায় ৫০ হাজার ছিন্নমূল মানুষ বাস করেন। সারাদেশে পথশিশুর সংখ্যা ১০-১৫ লাখ। এই বিশাল সংখ্যার মাঝেই দুই পথশিশুর জীবনের এমন লড়াই যেন এক আলোকবর্তিকা।

ওদের গল্প শুধু বেঁচে থাকার নয়, ঘুরে দাঁড়ানোরও।
স্বপ্ন যখন জেদ হয়, ফুটপাতও হয়ে ওঠে শ্রেণিকক্ষ।

Check Also

এইচএসসি পরীক্ষায় ফেল করলেন ক্রিকেটার মারুফা

নিজস্ব প্রতিবেদকতারিখ: ১৬ অক্টোবর ২০২৫ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বাংলাদেশের নারী জাতীয় …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।