ফতুল্লায় সংবাদ সংগ্রহে গিয়ে হা*ম*লার শিকার ৩ সাংবাদিক

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কথিত বিএনপি নেতার হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। হামলাকারী শাহাদাত হোসেনকে পুলিশ আটক করেছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন—অনলাইন পোর্টাল জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. আকাশ (২৭), নিউজ নারায়ণগঞ্জের ক্যামেরাম্যান আবদুল্লাহ মামুন (৩২) এবং আয়াজ হোসেন (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, এক নারী অভিযোগ করেছিলেন— বিএনপির নাম ব্যবহার করে শাহাদাত হোসেন ও তার ছেলে রাব্বি তাদের জমি দখল করে রেখেছেন। এ বিষয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহে গেলে শাহাদাত লোকজন নিয়ে অতর্কিত হামলা চালান।

সাংবাদিক মো. আকাশ জানান, “আমরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীর সঙ্গে কথা বলছিলাম। খবর পেয়ে শাহাদাত ও তার লোকজন এসে আমাদের মারধর করে, ক্যামেরা ও মোবাইল ভেঙে ফেলে এবং একটি কক্ষে আটকে রড ও লাঠি দিয়ে পেটায়।”

পরে অন্যান্য গণমাধ্যমকর্মীরা সেখানে পৌঁছালে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “ঘটনার পর শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।”

Check Also

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।