প্রীতিভোজে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার ভিডিও ভাইরাল, জামায়াত প্রার্থী শোকজ

লোহাগাড়া, চট্টগ্রাম: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে নোটিশ দেন আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপণ কুমার দাশ।

ঘটনার সূত্রপাত ২ জানুয়ারি, লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত একটি প্রীতিভোজে। ওই প্রীতিভোজে শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে দাঁড়িপাল্লায় ভোট চেয়েছিলেন ইউনিয়নের জামায়াতের আমির মো. জসিম উদ্দিন

এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী বিচারিক কমিটিতে অভিযোগ দাখিল করেন। এরপর শাহজাহান চৌধুরী ও জসিম উদ্দিনকে শোকজ করা হয়।

নোটিশে শাহজাহান চৌধুরীকে আগামী সোমবার বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন প্রথম আলোর কাছে বলেন, “দাঁড়িপাল্লায় ভোট চেয়েছি এটা সত্য। আচরণবিধি লঙ্ঘন হয়েছে তা মাথায় ছিল না। ভবিষ্যতে সতর্ক থাকব। নোটিশের বিষয়টি জেনেছি এবং আমাদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এর জবাব দেব।”

Check Also

নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।