আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
- শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে তার আপিল মঞ্জুর করা হয়।
- জেলা রিটার্নিং কর্মকর্তা আগে (৩ জানুয়ারি) মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।
- ডা. তাসনিম জারা সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল করেন।
শুনানির ফলাফল নির্বাচন ভবনের মনিটরে প্রদর্শিত হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। নির্ধারিত তারিখে নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে